Message from the Head Teacher
শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটিয়ে তাকে মুনষ্যত্বের আলোক সম্পন্ন সার্থক রুচিশীল মানুষে পরিণত করা। শিক্ষাঙ্গন একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরন করে বিষয় ভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের এই জ্ঞান ও নৈপূন্য অর্জণের সহায়তা করা হয়ে থাকে। বেসরকারি বিদ্যালয় সমূহের গতানুগতিক পাঠদান পদ্ধতি জ্ঞান অর্জনের পরিবর্তে শুধু মাত্র সনদ প্রাপ্তির প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে যার ফলে, ছাত্র-ছাত্রীদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। শিক্ষা জাতীয় উন্নয়নে প্রধান সোপান। প্রতিযোগিতায় বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই।
দেশের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের সীমা বদ্ধতা অনুধাবন করেই বিদ্যমান বাঁধা সমূহকে অতিক্রম করে যোগ্য নাগরিক হিসেবে ছাত্রছাত্রীদের গড়ে তোলার লক্ষ্যে 1951 সালে মাদারীপুর মহাকুমার কালকিনি উপজেলায় এই অন্যতম ঐতিহাসিক বিদ্যাপীঠ কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।কালক্রমে 2012 সাল থেকে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের একটি আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন বিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে। এই স্কুলের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখা ও বৃদ্ধি করা, প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য । এই গুরুদায়িত্ব্ ও কর্তব্য পালনে আমি সর্বদাই সচেষ্ট। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের সকলের মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার সুস্থ মানষিকতা। আমাদের স্বপ্ন এই স্কুলটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃঙ্খল এবং কর্ম জীবনের উপযোগি জ্ঞান সম্মৃদ্ধ ছাত্রছাত্রীবৃন্দ। এসব ছাত্র ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বপরি এই এলাকার মানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই স্বার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।
মোঃ সোহরাফ হোসেন
প্রধান শিক্ষক
কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়
কালকিনি, মাদারীপুর।